নোটিশ :
নাগরিক www.ldtax.gov.bd এ ভিজিট করে অনলাইনে নিবন্ধন এবং ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন। তাছাড়া এনআইডি নম্বর, জন্ম তারিখ ও খতিয়ানের তথ্য প্রদান করে যে কোনও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে নিবন্ধন ও ভূমি উন্নয়ন কর প্রদান করার সুবিধা চালু করা হয়েছে।
সরাসরি এন.আই.ডি ব্যবহার করে পেমেন্ট পোর্টালে পেমেন্ট করে দাখিলা পেতে হোল্ডিং মালিকের প্রোফাইলে প্রবেশ করে দাখিলা অপশন থেকে দাখিলাটি ডাউনলোড করে নিন। অথবা সাময়িক রশিদ নিয়ে যথাযথ প্রমানক সহ ভূমি অফিস থেকে দাখিলাটি সংগ্রহ করুন। অনলাইনে ভূমি উন্নয়ন কর দাখিলা পেতে অবশ্যই আপনাকে www.ldtax.gov.bd সিস্টেমে নিবন্ধন করে আপনার প্রোফাইলের নির্দেশনা অনুযায়ী খতিয়ানের তথ্য যুক্ত করতে হবে । ধন্যবাদ!!!